রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ২ কারখানাকে জরিমানা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে ২টি কারখানাকে জরিমানা ও বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ) রংপুর মহানগরীর মাহিগঞ্জ ও তাজহাট এলাকায় প্রাইড ফুড কোম্পানিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

জানা গেছে, এনএসআই রংপুর জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাজহাট এলাকায় প্রাইড ফুড প্রোডাক্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাহিগঞ্জে অপর একটি কারখানায় বৈধ কাগজ পত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরির দায়ে বাবা বেকারি নিউ মাইশা ফুড কে ১৫,০০০ টাকা জরিমানা ও কারখানা টি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

এই অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন এনএসআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আনসার ও ছাত্র প্রতিনিধি।

বিজ্ঞাপন