সরাইলে ঝোপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

  • ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপঝাড়ে কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে কাথায় মোড়ানো নবজাতক কন্যাশিশু পড়ে আছে। পরে খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

তিনি আরও জানান, শিশুটির বয়স হবে এক বা দুইদিন। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন