সংবাদ প্রকাশের পর সিলেটে যুবদল নেতা জুম্মান বহিষ্কার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর লালাদিঘীরপাড়ে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মান।

বিজ্ঞাপন

বুধবার (৫মার্চ) কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ৩ মার্চ রাতে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমে 'সিলেটে ব্যবসায়ীর বাসায় গিয়ে যুবদল নেতার চাঁদা দাবি' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বুধবার জুম্মানকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

কাওছার আহমদ জুম্মানের বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য-রোববার(২মার্চ) রাতে সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ী ফাহিমুল ইসলাম ফাহিমের বাসায় সিলেট মহানগর বিএনপির ১২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আমির আহমদ ও ১১নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদ জুম্মানের নেতৃত্বাধীন একটি গ্রুপ তার বাসায় গিয়ে ১০লাখ টাকা চাঁদা দাবি করে বলে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছিলেন ফাহিমের স্ত্রী শামীমা আক্তার ইমা।