‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ আজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ আজ শুক্রবার আত্মপ্রকাশ করবে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন।

বিকাল ৩টায় দলটির আত্মপ্রকাশ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি রয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটির নেতৃস্থানীয়রা বলেন, ‘আগামীকাল (আজ) ব্যাপক জনসমাবেশে নতুন দল আত্মপ্রকাশ করবে। দলটির নাম ইংরেজিতে ন্যাশনাল পাবলিক পার্টি, বাংলায় ‘জাতীয় নাগরিক পার্টি’ হতে পারে। তা ছাড়া দলটি ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও ‘শাপলা’, ‘ইলিশ’ এই পাঁচটি থেকে যেকোনো একটি প্রতীকে নিবন্ধন নিয়ে আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে অংশ নিতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, শুরুতে ‘জাতীয় নাগরিক পার্টি’র ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে সেই কমিটিকে বর্ধিত করে ৩০০ সদস্যের করা হতে পারে। এ সময় জাতীয় নাগরিক কমিটির উপজেলা পর্যায়ের ৩২৮টি কমিটি থেকে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন নেতারা। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠনের কথা ভাবা হলেও, এর সঙ্গে আরও পাঁচটি পদ যুক্ত হবে বলে জানা গেছে। এরই মধ্যে ৭০ জনকে বাছাইসহ শীর্ষ ৯টি পদের জন্য ৯টি নাম চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শীর্ষ পদগুলোয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকবেন বলে জানা গেছে।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই অনুষ্ঠানের মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি নেওয়া হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের।

এদিকে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়। এর আগে মাসখানেক ধরেই নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ছিল। নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। এ কারণেই রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়েছেন তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর নাহিদ ইসলাম বলেন, ‘আমি মনে করেছি, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।’