চালের বস্তায় হাসিনার নাম: খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা আগের বস্তায় চাল বিতরণ করার অভিযোগে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করেছে খাদ্য অধিদফতর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার নাম লেখা বস্তায় চাল বিতরণ করা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ এ লেখাটি কালি দিয়ে মুছে দেয়ার জন্য আগেই খাদ্য অধিদফতর নির্দেশনা দিয়েছিল। সে অনুযায়ী কালি দিয়ে মুছে চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে ভুলক্রমে দু-একটি বস্তার চাল মুছা হয়নি।