জামাল নজরুল ইসলাম গবেষণা পদক পেলেন ৩২ গবেষক

  • চবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গবেষণায় বিভিন্ন খাতে অবদান রাখায় ৩২ গবেষক পেলেন জামাল নজরুল ইসলাম গবেষণা পদক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রিসার্চ এন্ড ইনোভেশন ফেস্টিভাল ২০২৫ এ নয়টি ক্যাটাগরিতে গবেষকদের হাতে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার তুলে দেন এই পদক।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষক এবং উদ্ভাবকদের সম্মাননা অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গবেষণা মেলা উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর ট্রাস্টি জনাব এম নুরুল আলম এবং জামাল নজরুল গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী।

প্রথমবারের মতো আয়োজিত জামাল নজরুল ইসলাম গবেষণা পদকের আওতায় গত দুই বছরের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে সেরা গবেষক সম্মাননা, উদীয়মান গবেষক পুরস্কার, সেরা নারী গবেষক অ্যাওয়ার্ড, সেরা গবেষণা প্রকল্প, সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর গবেষণা, সর্বোচ্চ সাইটেশন অ্যাওয়ার্ড, সেরা গবেষণা শিক্ষার্থী, সেরা বই প্রকাশনা এবং সেরা উদ্ভাবন-সহ মোট নয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন


সেরা গবেষক সম্মাননা পেয়েছেন নয় গবেষক। তারা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সাবিনা নার্গিস লিপি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউসার, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শান্ত বনিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসী আলী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আলীম,শিক্ষা ও গবেষণা অনুষদের জেরিন আক্তার, সমুদ্রবিজ্ঞান অনুষদের ড. এস এম শরিফুজ্জামান।

সেরা নারী গবেষক পদক পেয়েছেন ৪ জন। তারা হলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের আফরোজা আক্তার তন্নি, পদার্থবিজ্ঞান বিভাগের ড. শামীম নাসরিন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. শ্রাবন্তি সাহা, একাউন্টিং বিভাগের মৌরি দে।

উদীয়মান গবেষক পদক পেয়েছেন তিনজন তারা হলেন, গনিত বিভাগের ড. লিপন চন্দ্র দাস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মহাব্বত হোসাইন, ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের মো. রিফাত রহমান।

সেরা গবেষণা প্রকল্প পদক পেয়েছেন ৩ জন। তারা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক. ফয়সাল ইসলাম চৌধুরী, এপ্লাইড ক্যামেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম।

সেরা বই প্রকাশনা পদক পেয়েছেন ৩ জন। তারা হলেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।


আউটস্ট্যান্ডিং রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন তিন জন। তারা হলেন - ইন্সটিটিউট অব মেরিন সাইন্সের অধ্যাপক ড.এম শাহাদাত হোসাইন, নৃ-তত্ত্ব বিভাগের ড. খাদিজা মিতু এবং জৈবরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুনন্দা বৈদ্য।

বেস্ট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তিন বিভাগ। বিভাগগুলো হলো - রসায়ন বিভাগ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ।

হায়েস্ট সাইটেশন অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ড.এসএম আবে কায়সার।

বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন। তারা হলেন - অধ্যাপক ড. রেজাউল আজিম, অধ্যাপক ড.কাজী তানভীর আহমেদ ও অধ্যাপক ড.মঞ্জুরুল কিবরিয়া।

এদিন চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাকর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এটি দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়। মেলার সার্বিক সহযোগিতায় ছিল চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।

গবেষণা মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের ভেতরে ও বাইরে প্রায় শতাধিক স্টলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভাগ, গবেষণাগার এবং গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান সমূহ তুলে ধরেন। এ আয়োজনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের প্রচার-প্রসার এবং শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা এবং উদ্ভাবনে আগ্রহী করবে বলে উপস্থিত অতিথিবৃন্দ মনে করেন।

মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৪৭টি বিভাগ, ৩৪ টি ল্যাবরেটরি এবং চট্টগ্রাম বিভাগের ১৫টি গবেষণা ইনস্টিটিউটের স্টলে বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে কিভাবে বিদ্যমান রিসোর্স এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গবেষণা ল্যাবরেটরি এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি এতে অংশ নেয়। গবেষণা মেলায় প্রথমবারের মতো আয়োজিত "ক্ষুদে গবেষক" পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রামের স্কুলসমূহ। ফ্রোবেল একাডেমি, ফুলকি এবং লিডার’স স্কুল ও কলেজের ক্ষুদে গবেষকদল তাদের গবেষণাকর্ম উপস্থাপনা করে এ মেলায়।