কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝড়ায় ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং চার আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রধান আসামিকে ১ লাখ টাকা জরিমানা এবং বাকি চারজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ মাস করে কারাভোগ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মার্চ এসআই হাবিবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৩ ডিসেম্বর বরিশালের আগৈলঝড়া উপজেলার বড় বাশাইল গ্রামের আলমগীর ফকিরের ছেলে দিদার ফকির ১৫ বছরের কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

মামলার প্রধান আসামি দিদার ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রুবেল ফকির, আলমগীর ফকির, শাহানাজ ও রাশিদাকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।