অতিরিক্ত হর্ন বাজাতে নিরুৎসাহিত করছে গ্রীন ভয়েস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীতে চলাচলরত গাড়িচালকদের অতিরিক্ত হর্ণ বাজাতে নিরুৎসাহিত করছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। চলতি মাসের ২০ তারিখ থেকে সপ্তাহব্যাপী এই প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে যা শেষ হবে আগামীকাল (বৃহস্পতিবার)। পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করছে গ্রীন ভয়েস।

শব্দসীমা অবশ্যই শ্রবণ উপযোগী হওয়া উচিত

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সচিবালয় এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে গ্রীণ ভয়েসের সদস্যরা গাড়িচালকদেরকে অতিরিক্ত হর্ণ বাজাতে নিষেধ করছে। অতিরিক্ত হর্ণ বাজানোর কারণে মানুষ সহ পরিবেশের ক্ষতিগুলো তুলে ধরছে। এছাড়াও পথচারী ও গাড়ী চালকদের বিভিন্ন প্ল্যা-কার্ড, ফেস্টুনের মাধ্যমে অতিরিক্ত হর্ণ না বাজানোর সচেতন করা হচ্ছে।

সচিবালয় এলাকায় গ্রীন ভয়েসের তেজগাঁও কলেজ শাখার সদস্যরা বার্তা ২৪ কে বলেন, আমাদের দেশে সড়কে চলাচলের সময় হর্নের আওয়াজে স্বাভাবিকভাবে চলাচল করা দায়। প্রয়োজনে-অপ্রয়োজনে বিভিন্ন বাহনের চালকরা হর্ন বাজান। এমনকি ‘নো হর্ন’ জোনে দেদারসে হর্ন বাজানো হয়। নীরব এলাকাতে হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে। সেজন্য আমরা গ্রীন ভয়েসের পক্ষ থেকে গাড়িচালকরা যাতে অতিরিক্ত হর্ণ না বাজায় এবং হর্ণ বাজালে কি কি ক্ষতি হয় সেগুলো তুলে ধরছি।

বিজ্ঞাপন
হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে হবে

তারা আরও বলেন, অকারণে হর্ন বাজানো যেমন অনুচিত, তেমনি চালকদের নিরাপত্তা ও প্রয়োজনের স্বার্থে হর্ণ বাজাতে হয়। তবে এই ক্ষেত্রে হর্নের শব্দসীমা অবশ্যই শ্রবণ উপযোগী হওয়া উচিত। বিশেষত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে হবে। কারণ এটি ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।

এই কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন গাড়ি চালকেরা। তারা বলছেন, অনেক সময় তাড়াহুড়া থাকে। রাস্তায় অযথা জ্যাম থাকে। এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস, পরিবর্তন করতে সময় লাগবে। এমন উদ্যোগগুলো আমাদের দ্রুত শোধরাতে সাহায্য করবে।