তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মাহফুজ

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ শূন্য হয়।

এই দুই মন্ত্রণালয় থেকে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। 

বিজ্ঞাপন

এছাড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা পরিচালনা করবেন। নতুন এই মন্ত্রণালয় নিয়ে প্রধান উপদেষ্টা এখন ৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যুক্ত হয়েছিলেন। নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।