ফেনীতে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সড়কের পাশ থেকে বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বেলাল ছাগলনাইয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের পিতা মিন্টু মোছাদ্দির বলেন, আমার ছেলে ছাগলনাইয়া বাজারে মুদি দোকানের চাকরি করে। প্রতিদিনের মত মঙ্গলবার রাত ১০টায় বাড়িতে আসলে তার একঘণ্টা পর বাড়ির পাশে দোকানে যায়, এরপর রাতে আর সে বাড়ি ফেরেনি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছেলের মা অনেক আগেই মারা গেছেন। আমাদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। ছেলের মৃত্যু কিভাবে হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল পরিদর্শন করে যুবকের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।