আইন শৃঙ্খলা রক্ষায় কুমিল্লায় যৌথবাহিনীর টহল বৃদ্ধি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইন শৃঙ্খলা রক্ষায় কুমিল্লায় সেনাবাহিনী এবং র‍্যাব-১১ এর অভিযান জোরদার, চেকপোস্ট ও টহল বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছেন তারা।

বিজ্ঞাপন

জানা যায়, গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় চুরি, চিন্তাই, ডাকাতিসহ বিভিন্ন সড়ক দিয়ে মাদক কারবারিরা মাদকের চালান নিয়ে যায়। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে নগর জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি রাতের টহল বৃদ্ধি করছেন।

এ বিষয়ে কুমিল্লা র‍্যাব-১১ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, যারা ছিনতাই ডাকাতি করছে আমাদেরকে তথ্য দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা র‍্যাব এর রোবাস্ট টহল কার্যক্রম চালু রেখেছি। বিভিন্ন জায়গায় যে সকল ঘটনা ঘটছে এবং তাদের সাথে যারা জড়িত সে সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রমজান সামনে রেখে আমাদের কার্যক্রম আরো জোরদার হবে। এবং একই সাথে আমাদের আভিজনিক কার্যক্রম চলমান থাকবে।