ব্যবসায়ীকে ছুরিকাঘাত; ৭০ হাজার টাকা ছিনতাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামে এক জুতা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

আহত ব্যবসায়ী বংশালের আলু বাজার পুকুরপাড় এলাকার আবু সায়েমের ছেলে।

আহত ভুবনের বাবা আবু সায়েম জানান, আমার ছেলে জুতার ব্যবসা করে। আজ সন্ধ্যার পর রিকশায় করে বনগ্রামের দিলিপ মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার গতি রোধ করে। এসময় তার কাছে থাকা ৭০ হাজার টাকা জোরপূর্বক নিতে চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। পরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে দুই হাতে পিঠে ও বাম পায়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ওয়ারী থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়। আহত ওই ব্যক্তির বাবা জানায়, ছিনতাইকারীরা তার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।