মোংলায় নারী মৎস্যজীবীদের সভা অনুষ্ঠিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মৎস্যজীবী নারীদের মান উন্নয়ন ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মোংলায় নারী মৎস্যজীবীদের সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকার ১১টার দিকে মোংলা অফিসার্স ক্লাবে বাদাবন সংঘ এ মতবিনিময় সভা আয়োজন করে ।

বিজ্ঞাপন

এই মতবিনিময় সভায় অর্ধশতাধিক মৎস্যজীবী নারী তাদেরকে নিয়ে বৈষম্য ও অবহেলার কথা তুলে ধরে। তারা বলেন, আমাদের জেলেদের সহায়তার চাল দেয়া হয় না। সরকারিভাবেও দেয়া হয় না কোন প্রকার প্রশিক্ষণ। তাই অবহেলিত এবং পিছিয়ে আছে আমাদের এই জনগোষ্ঠী।

সভায় মৎস্যজীবী নারীদের সন্তানদেরকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং সহায়তা প্রদানের দাবি জানান আগত মৎস্যজীবী নারীরা ।

বিজ্ঞাপন

এ সময় সভায় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার জুবাইর হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, আবু হোসাইন সুমন, আলী আজিম, বাদাবন সংঘের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমিরা জুঁই, মেহেদী হাসান, কামরুন্নাহার প্রমুখ।