বগুড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় শ্রমিক লীগ নেতা মতিউর রহমান টুকু’কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে শহরের তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মতিউর রহমান টুকু (৬৫) জেলার শাজাহানপুর উপজেলার বিহিগ্রাম এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরের নামাজগড় ক্রসলেন এলাকায় বসবাস করেন। মতিউর রহমান টুকু শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন এবং জেলা শ্রমিক লীগের সদস্য পদে আছে।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনউদ্দীন।

বিজ্ঞাপন

পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়া জেলা শ্রমিক দলের অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামি মতিউর রহমান টুকু’কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আসামি টুকুকে আদালতে পাঠানো হয়েছে।