নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আশা শুরু জুনে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী জুনে। নভেম্বর পর্যন্ত ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রফতানি করবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে বিদ্যুৎ রফতানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার উল্লেখ করে বলেন, নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক বাড়ানো দরকার। কৌশলগত অংশীদারি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

এ সময় দুই দেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে উল্লেখ করেন তিনি।