কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে একজনের পদত্যাগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

মাজু ইব্রাহিম

মাজু ইব্রাহিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কয়েক ঘণ্টা পরই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এক সদস্য। ওই সদস্যের নাম মাজু ইব্রাহিম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। তিনি তার ফেসবুক আইডিতে কমিটি থেকে পদত্যাগ করার বিষয়টি পোস্ট করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মাজু ইব্রাহিম।

বিজ্ঞাপন

মাজু ইব্রাহিম তার ফেসবুক আইডিতে একটা পোস্টে লিখেছেন, 'আমি মাজু ইব্রাহীম, আমি আজ (সদ্য) প্রকাশিত কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের- কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি ব্যাক্তিগত কারণে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে স্বজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছি বা সরে যাচ্ছি।'

পদত্যাগের বিষয়ে মাজু ইব্রাহিম বলেন, পারিবারিক কারণ ও সামনে আমার পরীক্ষা তাই স্বেচ্ছায় এ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ভাবছি প্রয়োজন হলে লিখিত পদত্যাগপত্র জমা দিব।

বিজ্ঞাপন

জেলা কমিটির আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ জানান, মাজু ইব্রাহিম আমাদের কাউকেই বলেননি, উনি নিজের জায়গা থেকে সরে গেছেন কিন্তু কেনো গেছেন সেটা আমরা জানা নেই। আমাদের একটা গঠন্তন্ত্র সামনে আসবে, সামনে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, শুক্রবার (২৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আবদুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে।

এই কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৮ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩২ জনকে সংগঠক ও ১৬৫ জনকে সদস্য করা হয়েছে।