দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৭ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৯টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে লাশটি ভাসতে থাকতে দেখে বরকল থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বরকল থানার অফিসার ইনচার্জ কায় কিসলু বিষয়টির নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমরা বিষয়টি শুনে স্থানীয়দের মাধ্যমে জেনেছি।
স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। তারা ফিরে আসলে বিস্তারিত জানা ধারনা পাওয়া যাবে।
ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে আনলে এবং পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে আশা করছি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপঝাড়ে কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে কাথায় মোড়ানো নবজাতক কন্যাশিশু পড়ে আছে। পরে খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতক শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
তিনি আরও জানান, শিশুটির বয়স হবে এক বা দুইদিন। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ভুক্তভোগী কিশোরীর বাবা শ্যালক ও তার স্ত্রীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সেই অনুযায়ী অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকায় বড় বোনের কাছ থেকে চাঁদপুরে মামার বাসায় মামাতো বোন শিশু রাজিয়া ও মামাত ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশোনার জন্য গৃহকর্মী হিসেবে কাজ নেয় কিশোরী রোজিনা আক্তার। শহরের মাদ্রাসা রোডে মামা রুবেল মোল্লার ভাড়া বাসায় ঠাঁই হয় তার।
গেলো চারমাস ধরে কারণে অকারণে ভুল ধরে রোজিনার ওপর মামি রোকেয়া বেগম শুরু করেন অমানবিক ও পৈশাচিক নির্যাতন। তার সারা শরীরে জখমের চিহ্ন। থেঁতলে ফেলা হয়েছে সামনের দুই পায়ের আঙুল। হাত-পা পিঠে কাটাদাগ ও আগুনের ছেঁকা। রোজিনার শরীরের ক্ষতচিহ্ন দেখে যে কারো গা শিউরে উঠবে।
স্থানীয় যুবক রিয়াদ হোসেন, জানান, মাদ্রাসা রোডে ৪-৫ মাস ধরে ভাড়া থাকছেন রোকেয়া-রুবেল দম্পতি। তাদের দুই সন্তান। একজন প্রতিবন্ধী। মূলত তাদের দেখাশোনা ও বাড়ির কাজ করার জন্য আপন ভাগ্নিকে নিয়ে আসে। কিন্তু তারা এতটাই অমানুষ মেয়েটাকে দিনের পর দিন অমানবিক নির্যাতন করে গেছে। বৃহস্পতিবার বিকেলে নির্যাতন থেকে বাঁচতে দরজা খুলে পালিয়ে যায় ওই কিশোরী। পরে স্থানীয় এক খালা তাকে দেখতে পেয়ে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ওই ভবনে ঢুকে তালাবদ্ধ করে দেয়। ওই সময় বাসায় শুধু রুবেল ছিল। তার স্ত্রী বাইরে ছিল। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে তার স্ত্রী থানায় আসলে তাকেও আটক করা হয়।
গৃহকর্মী রোজিনা আক্তার বলেন, মামা-মামি এক বছর ধরে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না। চার মাস ধরে প্রতিদিন মারে। পুতা, দা, ছুরিসহ বিভিন্ন কিছুদিয়ে শরীরে আঘাত করে। পিঠে ব্লেড ও দা দিয়ে কেটে ফেলে। আর গরম খুনতি দিয়ে ছেঁকা দেয়। পায়ের আঙুলগুলো পুতাদিয়ে থাতলে দেয়। দুইহাতে পিটানোর কারণে ফুলে গেছে। আমাকে ঠিকমতো খাবার দিত না। দিনে একবার ভাত দেয়। কিছু হলেই নির্যাতন করতো। আমি মামির শাস্তি চাই।
গৃহকর্মী হিসেবে যোগ দেয়ার পর আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি পাষন্ড মামা-মামি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মা-বাবা। এক বছর পর মেয়ে রোজিনার শরীরের আঘাতের চিহ্ন দেখে থানার ফ্লোরে লুটিয়ে পড়েন বাবা আহমদ ভূঁইয়া। পাশাপাশি মেয়েও কান্নায় ভেঙে পড়েন। থানায় এমন দৃশ্য সকলে আবেগ আপ্লূত হয়ে পড়েন। রোকেয়া বেগমের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান এলাকাবাসী ও পরিবার।
কিশোরীর বাবা আহমদ ভূঁইয়া বলেন, মেয়েকে আমার আপন শ্যালক এক বছর আগে নিয়ে এসেছে। এক বছর ধরে আমার মেয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। আমার মেয়েকে বাড়িতে আনার কথা বললে রুবেল আজকাল বলে এক বছর পার করে দেয়। আমার মেয়েকে এই ভাবে দেখতে হবে জীবনে কল্পনা করিনি। তারা আমার মেয়েকে শেষ করে ফেলেছে। মেয়ের পুরো শরীরে আঘাতের চিহ্ন। আমি এর বিচার চাই। প্রশাসন যাতে এটার সর্বোচ্চ বিচার করে।
ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপ-পরিদর্শক নাজমুল ছুটে যান। কিশোরীর বাবার মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নির্যাতনের শিকার রোজিনা চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের আলী আহম্মদ ভুঁইয়ার মেয়ে। তার দুই মেয়ে ও তিন ছেলে। মামা রুবেল মোল্লা একই গ্রামের মোল্লা বাড়ীর আবুল মোল্লার ছেলে। রোজিনা তার আপন ভাগ্নি। রুবেল মোল্লা একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। এ অবস্থায় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারি ব্রুক। তবে পূর্ণ সময়ের জন্য দলের ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটের জন্য অধিনায়ক খোঁজে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকে থাকলেও গুঞ্জন আছে ইংলিশদের হাল ধরতে পারেন একবছর ধরে দলের বাইরে থাকা বেন স্টোকস।
সর্বশেষ ২০২৩ সালের দলের হয়ে ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস। লম্বা সময় বাইরে থাকলেও দলপতি নির্বাচনে স্টোকসকে বিবেচনায় রাখছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কি।
রবের জানান, ‘বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক। ফলে তাকে বিবেচনা না করাটা হবে বোকামি। এখানে কেবল এর প্রভাবটি দেখতে হবে। সে দারুণ কৌশলী একজন মানুষ। যা আমরা টেস্ট ক্রিকেটে দেখতে পেরেছি। সে একজন নেতা। সে এমন একজন যে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে পারে। সে এমন একজন যে কিনা চাপের মধ্যেও প্লেয়ারদের আগলে রেখে বলতে পারবে,না না, এটাই সঠিক পথ। এগিয়ে যাও।’
এ সময় তিনি আরো বলেন,‘নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কিছু কোয়ালিটি দরকার হয়। বেন, একজন দুর্দান্ত প্লেয়ার, একজন দুর্দান্ত নেতা। এখানে ব্যাপার হচ্ছে সে বিষয়টিকে কীভাবে নিবে? আমরা চাই না অন্য কিছু ঝুঁকিতে পড়ুক। এসব বিবেচনায় সেই সিদ্ধান্ত যা আমাকে নিতে হবে।
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বর্তমানে লাল বলের ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন স্টোকস। ওয়ানডেতে অবসর ভেঙে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেললেও এরপর আর ওয়ানডে খেলা হয়নি তার। অবশ্য স্টোকস ছাড়াও আর বেশ কয়েকজন আছেন অধিনায়কের সম্ভাব্য তালিকায়। যেখানে হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনরাও। শেষপর্যন্ত কাকে বেছে নেয় রব কি সেটাই এখন দেখার বিষয়।