গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক প্রধান আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৬ মার্চ) সকাল ১০ টার পর আবদুল্লাহ আল মামুনকে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তার বিরুদ্ধে গণহত্যা মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে।

এছাড়া চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন