জেমকন গ্রুপের ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধের আদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা ট্রিবিউন, আজকের কাগজসহ জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৩৬টি কোম্পানির ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এসব শেয়ারের মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) এর আদালত এই আদেশ দেন।

অবরুদ্ধ কোম্পানির মধ্যে রয়েছে, ক্যাস্টল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, জেমকন লিমিটেড, চর্কা এসপিসি পলিশ লিমিটেড, শেয়ার, কাজী অ্যান্ড কাজী টি স্টেট লিমিটেড, চর্কা স্টিল লিমিটেড, করোতোয়া টি স্টেট লিমিটেড, রওশনপূর টি ফ্রন্টিয়ার লিমিটেডসহ ৩৬টি কোম্পানি।

বিজ্ঞাপন

দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের মালিকপক্ষ কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, মৃত কাজী শাহেদ আহমেদ, আমিনা আহমেদ এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্টদের, তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৬৮টি শেয়ার যার অভিহিত মূল্য ৬০ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা হস্তান্তরের চেষ্টা করছেন। এসব শেয়ারসমূহ এবং শেয়ারসমূহ থেকে উদ্ভূত সকল মুনাফা বা আয় ইত্যাদি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।