আমাকে ফাঁসানোর জন্য একটি হত্যা মামলাই যথেষ্ট: ফারজানা রুপা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিতে আদালতে এসব কথা বলেন একাত্তর টেলিভিশনের চাকরিচ্যুত সাংবাদিক ফারজানা রুপা।

বুধবার (৫ মার্চ) ঢাকার যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

বিজ্ঞাপন

শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান।

আদালতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার পক্ষে কথা বলার জন্য কোন আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব। এসময় বিচারক বলেন এখানে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। এরপর ফারজানা রুপা বলেন, মামলা তো ডজন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। এতোগুলা মামলা দেওয়ার কি আছে? শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামির কাঠগড়ায় দাঁড়ানো থাকাবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করতে দেখা গেছে।

শুনানি শেষে পুলিশের কাঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে থেকে হাজতখানায় নেওয়ার পথে ফারজানা রুপা বলেন, একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলায় যথেষ্ট। এতোগুলা মামলা দেওয়ার কি আছে? রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না। এর চেয়ে খারাপ কথা আর কি থাকতে পারে। পরে পুলিশ কথা বলতে নিষেধ করলো তিনি চুপ হয়ে যান।

যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল, ফারজানাসহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয়। অপর মামলায় তাদের দুইজনসহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়।

গত বছরের ২১ আগস্ট সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় আটক হন শাকিল-ফারজানা দম্পতি। সেই থেকে তারা রিমান্ড ও কারাগারে সময় কাটাচ্ছেন।