ফাঁসির আদেশেও অবাক হবো না: কাঠগড়ায় সোলায়মান সেলিম
-
-
|
সোলাইমান সেলিম, ফাইল ছবি
বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে। তাতে আমার বোঝা শেষ। তড়িঘড়ি করে বিচার হয় না। যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হবো না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।
বুধবার (৫ মার্চ) সকাল ১০ টা ৫ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোলায়মান সেলিমকে হাতকড়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরা অবস্থায় এজলাসে ওঠানো হয়।
সোলায়মান সেলিম এক আইনজীবীকে ডেকে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন। কথা বলার সময় আইনজীবী সোলায়মান সেলিমের কাছে কারাগারে কেমন জীবন কাটাচ্ছেন জানতে চান। তখন সোলায়মান সেলিম বলেন, রোজা আছি। বই পড়ি। সেহরি ও ইফতারে খাবার নরমাল দেয়। দেখছেন না সবার মুখ কেমন শুকনো।
সোয়া ১০ টার দিকে এজলাসে বিচারক আসেন। তখনও আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকেন সোলায়মান সেলিম। সাংবাদিকদের উদ্দেশ্য করে সোলায়মান সেলিম বলেন, অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে। তারা লিখেছে শাহজাহান খানসহ অনেকেই নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছেন। এসব ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে।
গত ১৩ নভেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।