‘আমেরিকা ফার্স্ট’ নীতি: উদ্বিগ্ন চীন বলছে, ‘জঙ্গলের আইন’ আসবে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে চীন।

শুক্রবার (৭ মার্চ) বেইটিংয়ে একটি সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞাপন

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, প্রতিটি দেশ যদি নিজেকে প্রথমে রাখার প্রতিযোগিতায় লিপ্ত হয় তাহলে ‘জঙ্গলের আইন’ ফিরে আসবে। এর ফলে ছোট এবং দুর্বল দেশগুলি বেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আন্তর্জাতিক আইন-কানুন পরিপন্থী কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।

শক্তির রাজনীতি এবং আধিপত্যের দৃঢ় বিরোধিতা করে তিনি আরও বলেন, একটি বড় দেশের উচিত তার আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে সম্মান করা এবং তার যথাযথ দায়িত্ব পালন করা। দুর্বলদের ওপর শাসন ও স্বার্থপর মনোভাব বড় দেশগুলোর জন্য কোনোভাবেই শোভনীয় নয়।

বিজ্ঞাপন

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা আমদিানির ওপর অতিরিক্ত শুল্ক দ্বিগুণ করার বিষয়ে তিনি আরও বলেন, কোনো দেশ একদিকে দমন অপরদিকে সম্পর্ক তৈরির মনোভাব একসঙ্গে পরিচালনা করতে পারে না। এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গি দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতার জন্য কোনোভাবেই সহায়ক নয়।

উল্লেখ্য, চলতি বছরের গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে, ট্রাম্প নানা আলোচিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার মধ্যে আন্তর্জাতিক চুক্তি এবং সংস্থাগুলি থেকে সরে আসা, আমেরিকার বৈদেশিক সহায়তা বাতিল করা এবং অন্যান্য দেশের সার্বভৌম ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়া অন্যতম।