পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারত নিয়ন্ত্রণে নিলেই সমস্যা সমাধান: জয়শঙ্কর
-
-
|

ছবি: সংগৃহীত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাত বন্ধ হবে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেছেন, পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে।’
বুধবার (৫ মার্চ) রাতে লন্ডনের চ্যাথাম হাউসে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর এমন দাবি বলেন।
তিনি বলেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।
কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বেশ সক্রিয় বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন কাশ্মীরের অনেক সমস্যার সমাধান করা হয়েছে। ৩৭০ ধারা বাতিল করা তারই প্রথম ধাপ। এখন কেন্দ্রের লক্ষ্য কাশ্মীরে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের কাজ এবং সামাজিক বিচার ফিরিয়ে আনা। সেখানে নির্বাচন করানো এবং একটি অংশের মানুষের নির্বাচনে অংশ নেওয়াও কাশ্মীর সমস্যার সমাধানের একটা বড় উদাহরণ। তারপরেও কাশ্মীরের সমস্যার সমাধান করা যায়নি।
গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিকভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ‘ফেরত আনার’ প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি ছিল, মোদি জেতার ছয় মাসের মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের হবে। তৃতীয় মোদী সরকারের বর্ষপূর্তির আগে বিদেশের মাটিতে জয়শঙ্করের এমন মন্তব্য নতুন করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে বিতর্ক উসকে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রিটেন সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়র স্টার্মারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জয়শঙ্কর।