গাজাবাসীকে ট্রাম্পের কঠিন হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে বুধবার ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া না হলে কঠিন মতো মূল্য দিতে হবে গাজাবাসীকে। তিনি আরও বলেন, এটা আপনারদের জন্য শেষ সতর্কবার্তা। নেতৃত্বের জন্য এখনই গাজা ত্যাগ করার সময় ।

এছাড়াও ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে লিখেছেন, গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি আপনি জিম্মিদের ধরে রাখেন তবে তা আর হবে না। ফলে আপনাদের এর কঠিন মূল্য দিতে হবে। এখই সময় একটি ভালো সিদ্ধান্ত গ্রহণের।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাবাসীকে সতর্ক করেছেন যে, বাকি জিম্মিদের মুক্তি না দিলে এর পরিণতি কী হবে আপনারা কল্পনাও করতে পারবেন না।

নেতানিয়াহুর এমন সতর্কবার্তার পরেই ট্রাম্পেরে এ হুঁশিয়ারি বার্তা এসেছে।

উযল্লেখ্য, ট্রাম্প গাজাবাসীকে উচ্ছেদ করে গাজার মালিকাধীন যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চান বলে অনেকদিন ধরেই জানিয়ে আসছেন।