পুতিনকে হাতি উপহার দিলেন মিয়ানমারের জান্তা প্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এই সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে ৬টি জ্যান্ত হাতি উপহার দিয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু'দেশের সম্পর্ক বৃদ্ধির প্রশংসা করেন এবং মস্কোকে হাতি উপহার দেওয়ার জন্য জেনারেল মিনকে ধন্যবাদ জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

যদিও বিশ্লেষকেরা এই ‘হস্তী কূটনীতিকে’ ব্যয়বহুল প্রকল্পের কূটনীতির স্মারক হিসেবে আখ্যা দিয়েছেন। তবে অনেকে হাতি উপহার দেওয়ার বিষয়টিকে মস্কোর তরফ থেকে নেপিদোকে দেওয়া ৬টি পুরোনো যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করেছেন। এই পুরোনো যুদ্ধবিমান এবং হাতি দুটোরই পরিচর্যা বিপুল ব্যয়সাপেক্ষ।

মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির জান্তাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচনী অং সান সু কির সরকারকে উৎখাত করে। এরপর দেশ গৃহযুদ্ধ শুরু হয়। তবে জান্তা সরকার ক্ষমতা দখলের পর মিয়ানমারের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়তে থাকে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পুতিন বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক সত্যিই ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। এ সময় তিনি গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্য ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেন। সম্প্রতি দুই পক্ষ মিয়ানমারে একটি ছোট আণবিক প্ল্যান্ট নির্মাণের বিষয়ে চুক্তি সই করেছে।

পুতিন ঘোষণা করেন, মিয়ানমারের একটি সামরিক ইউনিট আগামী ৯মে মস্কোতে বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০ তম বার্ষিকীর সামরিক প্যারেডে অংশ নেবে। তিনি বলেন, মিন অং হ্লাইংও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

হাতি উপহার পেয়ে প্রতিক্রিয়ায় পুতিন বলেন, আমি আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারি না। কারণ, আপনি আমাদের ছয়টি হাতি উপহার দিয়েছেন এবং সেগুলো ইতিমধ্যে মস্কোর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

মিন অং হ্লাইং রাশিয়ার সামরিক সরঞ্জামের গুণগত মানের প্রশংসা করেন এবং বলেন, তিনি ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন করেন এবং তিনি বিশ্বাস করেন, মস্কো শিগগিরই জয়ী হবে।