‘অবৈধ বিক্ষোভের’ অনুমতি দিলে বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠানের তহবিল: ট্রাম্প
-
-
|

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের যেসব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবৈধ বিক্ষোভের অনুমতি দিবে, তাদের সব ধরণের ফেডারেল তহবিল বন্ধ করে দেবে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৪ মার্চ) সোশ্যাল মিডিয়া ট্রুথ এর এক বার্তায় এ তথ্য জানান তিনি।
শিক্ষার্থীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের কারাগারে পাঠানো বা দেশত্যাগে বাধ্য করা হবে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে বহিষ্কার বা গ্রেফতারও করা হতে পারে।
তিনি বলেন, কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি অবৈধ বিক্ষোভের অনুমতি দেয়, তাহলে তাদের ফেডারেল তহবিল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
জানা যায়, আগেও ট্রাম্প শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ও বর্ণবাদ বিষয়ক পাঠদান, মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের অনুমতি এবং কোভিড-১৯ ভ্যাকসিন কার্যকর করার ক্ষেত্রে ফেডারেল তহবিল বন্ধ করার হুমকি দিয়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। যার মধ্যে শিক্ষা বিভাগ সম্পূর্ণরূপে বাতিলের মাধ্যমে শিক্ষার নিয়ন্ত্রণ পুরোপুরি রাজ্যগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, গত বছর গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদের পর দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীদের মতে যা পরে ইহুদি বিদ্বেষ হিসেবে রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে, কলাম্বিয়া ইউনিভার্সিটি ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির সাথে থাকা ৫ কোটি ডলারের বেশি মূল্যের সরকারি চুক্তি বাতিল করার কথা বিবেচনা করছে মার্কিন সরকার।