থাইল্যান্ডে ডাবল-ডেকার বাস দুর্ঘটনায় নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচীন বুরি প্রদেশে পাহাড় থেকে নেমে যাওয়ার সময় একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৮ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩১ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বুরি প্রদেশের স্থানীয় পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ঘটনাস্থলে ১৭ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, আমরা চালককে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি বলেছেন যে বাসটি পাহাড় থেকে নেমে যাওয়ার সময় ব্রেক ফেল করেছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া লোকদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায় এবং বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা মৃত্যুর হার রয়েছে দেশটির।

গত বছর অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি স্কুল বাস দুর্ঘটনায় আগুন ধরে ২৩ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এছাড়াও ২০১৪ সালে একটি ১৮ চাকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ হারায় ১৫ জন। যার অধিকাংশ ছিল স্কুল শিক্ষার্থী।