ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে: কিম

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরসরি সামরিক হস্তক্ষেপ করেছে।

এসময় তিনি আরো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) উত্তর কোরিয়ার নেতা কিমের বরাত দিয়ে যুক্তরাজ্যে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা করেছে। এর মাধ্যমে ইউএসএ ইউক্রেন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে। এ জন্য রাশিয়া আত্মরক্ষার জন্য সামরিক অনুশীলন করার অধিকার রাখে।

বিজ্ঞাপন

শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের সঙ্গে দেখা করে এ মন্তব্য করেন।

কিম বলেন, উত্তর কোরিয়ার সরকার ও সেনাবাহিনী রাশিয়ার আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

চলতি বছরের জুন মাসে উত্তর কোরিয়া ও রাশিয়া প্রতিরক্ষা বিষয়ে একটি চুক্তি সই করে।

জানা যায়, মস্কো এবং উত্তর কোরিয়ার সৈন্যরা সেপ্টেম্বর মাসে নাটকীয়ভাবে ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখল করে নিয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখে। এ সময় উত্তর কোরিয়া গোলা-বারুদবাবদ ১০ হাজার কন্টেইনার রাশিয়ায় পাঠিয়েছে।