জ্বলন্ত ভাগাড়ের বিষাক্ত গ্যাসে ভারতে ৩ শিশুর মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে জ্বলন্ত ভাগাড়ের পাশে খেলার সময় বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অন্য ২ শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে ভারতের গুজরাটের সুরাটের সচিন গ্রামে এক খোলা মাঠে খেলার সময় জ্বলন্ত ভাগাড়ের বিষাক্ত গ্যাসে ৫ শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় সবাই বমি করতে থাকলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশু মারা যায়। অন্য ২ শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সচিন জিআইডিসি-১ এর পুলিশ ইনস্পেক্টর জে আর চৌধুরী জানান, শিশুরা বমি করা শুরু করার পর অচেতন হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এরপর এদের মধ্যে ২ জন মারা যায় এবং ৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।