বিকেলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এই তথ্য জানিয়েছে।
এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেলের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আইএমডি। ওই সময় এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড় বিভাগের আইএমডি প্রধান আনন্দ দাস বলেছেন, তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্র প্রদেশ, কেরালা এবং কর্ণাটকের অভ্যন্তরীণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে রেড এলার্ট জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে তামিলনাড়ু সরকার। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় দুই হাজারেরও বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে। উপকূল এলাকা থেকে সাড়ে ৪০০-র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।
গতকাল শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটির নাম দেওয়া হয় ফিনজাল। আর এই নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। এটি একটি আরবি শব্দ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।