ভারতের অন্যতম সেলিব্রেটি কাপল বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভক্তরা তাদের জুটিকে আদর করে বিরুশকা নামে ডাকে। একজন বিশ্বের সেরা ক্রিকেটারের একজন, অন্যজন শীর্ষ স্থানীয় অভিনেত্রী। তারাই কিনা ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন! এমন দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
কোহলি-আনুশকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।
বিজ্ঞাপন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি
রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।
হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।
বিজ্ঞাপন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি
তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বিরাট বা আনুশকা। তারা এখন নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। যদিও আনুশকা বেশ লম্বা বিরতি নিয়েছেন অভিনয় থেকে। ছোট্ট ছেলে ও মেয়েকে সময় দিচ্ছেন তিনি।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। ফেসবুকের কর্মকাণ্ডই তাদের চর্চায় নিয়ে এসেছে। নাম। অনেকেরই ধারণা, পরীমণি ও শেখ সাদী দুজনে প্রেমে মজেছেন। তা ছাড়া ইদানীং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে।
শেখ সাদীর গাওয়া গান পরীমণি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমণিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন।
এদিকে দিন দশেক আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উসকে দেয়। এদিন সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’
পরীমণি । ছবি: ফেসবুক
সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ওহ!’ কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমণির একমাত্র যোগ্য।
শেখ সাদী অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ও রকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা–ও ভাবতে পারেননি।’
তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি।
পরীমণি ও শেখ সাদীর একান্ত মুহূর্ত । ছবি: ফেসবুক
এবার গণমাধ্যমের কাছে শেখ সাদী ও নিজের সম্পর্কের ব্যাখ্যা দিলেন পরীমণি, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন।
শেখ সাদী । ছবি: ফেসবুক
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাদী প্রসঙ্গে পরীমণি এ–ও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
পরীমণি । ছবি: ফেসবুক
পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীকে নিয়ে গত কয়েক মাসে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। ভিডিও ক্লিপও দিয়েছেন পরীমণি। একটি ভিডিওতে পরীমণি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’
প্রাক্তন স্ত্রীর অসুস্থতায় অনন্য নজির এ আর রহমানের
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রহমান
বিনোদন
গেল বছরের শেষের দিকে অস্কারজয়ী সঙ্গীতকার এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘটে সায়রা বানুর। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। বিচ্ছেদের পর রহমানের সঙ্গে নাম জড়ায় তার টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।
পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছুড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, এমনটাই যেন আরও একবার প্রমাণ করলেন এই প্রাক্তন দম্পতি।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সায়রা। তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন তার আইনি পরামর্শদাতা বন্দনা শাহ।
সেখানেই উল্লেখ রয়েছে স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিসহ সায়রার প্রাক্তন স্বামী এ আর রহমানের নাম, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।
প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রহমান
সায়রা রহমনের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও বলেছেন, 'লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।'
উল্লেখ্য, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন সায়রা বানু। ২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা।
ফের স্করসেজি-ডিক্যাপ্রিও জুটি, আরও থাকছেন ডোয়াইন জনসন
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
লিওনার্দো ডিকাপ্রিও, মার্টিন স্কোরসেজি ও ডোয়াইন জনসন
বিনোদন
আবারও জুটি হয়ে পর্দা কাঁপাতে আসছেন হলিউডের প্রবীণ ও জনপ্রিয় পরিচালক মার্টিন স্কোরসেজি এবং আইকনিক স্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। এই জুটির কালজয়ী সব চলচ্চিত্রের মাঝে জায়গা করে নিতে আসছে নতুন আরেক চলচ্চিত্র। আর তাতে আরও আছেন দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন ও হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এমিলি ব্লান্ট।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রাইম-থ্রিলার গল্পের সিনেমাটির জন্য মার্টিন স্করসেজি বেছে নিলেন হলিউডের তিন তারকাকে।
এমিলি ব্লান্ট
তারা হলেন লিওনার্দো ডিকাপ্রিও, ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট। এর গল্প লিখেছেন সাংবাদিক ও লেখক নিক বিল্টন।
না গেছে, স্করসেজির বিখ্যাত দুই সিনেমা ‘গুডফেলাস’ ও ‘দ্য ডিপার্চার’-এর আঙ্গিকে হবে নতুন সিনেমাটি। ষাট ও সত্তরের দশকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অপরাধ জগেক ঘিরে গল্প।
এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও থাকছেন জনসন, ডিক্যাপ্রিও, এমিলিরা।
মার্টিন স্কোরসেজি, ডোয়াইন জনসন ও লিওনার্দো ডিকাপ্রিও
স্কোরসেজি ও ডিক্যাপ্রিও প্রথমবার কাজ করেন ২০০২ সালে, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমায়। এরপর একে ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৩) এবং ‘দ্য কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় এই জুটির জাদু দেখেছে সিনেপ্রেমীরা।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নতুন গান প্রকাশের পাশাপাশি টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। তবে এবার ভক্ত শ্রোতাদের জন্য নিজের গাওয়া পুরোনো সাতটি গান নতুন করে সংগীতায়োজন করছেন তিনি। নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে পুরনো সাতটি গান।
এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান।
তাহসান খান । ছবি: ফেসবুক
আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপুত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।’
তাহসানের সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসাবে প্রকাশ করা হবে। শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে সংগীতায়োজনসহ সব কাজ শেষ।
তাহসান খান । ছবি: ফেসবুক
এদিকে ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি সিনেমার গান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন এ শিল্পী। এ ছাড়া তাহসান জানিয়েছেন, ‘দাগি’ নামে একটি সিনেমার জন্যও গান করবেন তিনি।