বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
এর আগে সংস্থাটির এমডির দায়িত্বে ছিলেন দিলীপ কুমার বণিক। সরকার পতনের পর গত ৭ আগস্টে সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হয়।
হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সকলে মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।
রিপোর্ট অনুযায়ী, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন। জানা গেছে, ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।
সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি উক্ত শোতে বলেছেন দোল হল অশিক্ষিত, সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব। তাঁর মতে এটা একটি অবমাননাকর মন্তব্য। ফারাহ খানের এই কথা তাকে, তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এই অভিযোগে জানান বিকাশ। শুধু তাঁর নয়, বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান।
জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান
আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেছেন, ‘আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।’
ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক।
সেখানেই তিনি দোল নিয়ে এই বেফাঁস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপেরও শিকার হন তিনি।
নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
বিনোদন
দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজে তার আর নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক কম আলোচনার জন্ম দেয়নি।
দীর্ঘসময় ধরেই মেহজাবীন ও রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছিলো মিডিয়ায়। অতীতে এ সম্পর্ককে দুজনেই গুঞ্জন বলে এড়িয়ে গেলেও দেশের বাইরে বিভিন্ন লোকেশনের রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শেয়ার করতে দেখা যেত তাদের।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব
কয়েক বছর আগে হঠাৎই গুঞ্জন ওঠে, কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছেন মেহজাবীন ও রাজীব। সে বিয়েরই সামাজিক আনুষ্ঠানিকতা হতে চলেছে এবার, এমনও গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়।
তবে একটি বিশ্বস্ত সূত্র (মেহজাবীনের পারিবারিক বন্ধু) বলছে, লুকিয়ে বিয়ে করেননি মেহজাবীন। চলতি মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার (২৩ ফেব্রুয়ারি) হবে মেহজাবীনের গায়ে হলুদ। একই ভেন্যুতে পরদিন অর্থাৎ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বসবে বিয়ের আসর।
মেহজাবীনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রাজীব ও মেহজাবীনের বিয়ে আরও আগেই হওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারিখ পেছানো হয়েছে।
এদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মেহজাবীন তার বিয়ের খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। তবে বিয়ের খবর স্বীকার করলেও তিনি ভেন্যু, তারিখ ও আয়োজন প্রসঙ্গটি এড়িয়ে যান।
নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’।
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। ফেসবুকের কর্মকাণ্ডই তাদের চর্চায় নিয়ে এসেছে। নাম। অনেকেরই ধারণা, পরীমণি ও শেখ সাদী দুজনে প্রেমে মজেছেন। তা ছাড়া ইদানীং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে।
শেখ সাদীর গাওয়া গান পরীমণি তার ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমণিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে উঠছেন। এতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন।
এদিকে দিন দশেক আগে শেখ সাদীর একটি পোস্ট দুজনের সম্পর্ক নিয়ে আলোচনাকে উসকে দেয়। এদিন সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’
পরীমণি । ছবি: ফেসবুক
সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ‘ওহ!’ কেউ কেউ বলছেন, ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনিই পরীমণির একমাত্র যোগ্য।
শেখ সাদী অবশ্য পরে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ও রকম সিরিয়াস কিছু ভেবে পোস্টটি দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা–ও ভাবতে পারেননি।’
তবে প্রেমের সম্পর্কের বিষয়টি দুজনের কেউই নিজ মুখে স্বীকার করেননি।
পরীমণি ও শেখ সাদীর একান্ত মুহূর্ত । ছবি: ফেসবুক
এবার গণমাধ্যমের কাছে শেখ সাদী ও নিজের সম্পর্কের ব্যাখ্যা দিলেন পরীমণি, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন।
শেখ সাদী । ছবি: ফেসবুক
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয়। পরীমণি তার সন্তান ও কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অন্যদিকে রাজও তার মতো করে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সাদী প্রসঙ্গে পরীমণি এ–ও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’
পরীমণি । ছবি: ফেসবুক
পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীকে নিয়ে গত কয়েক মাসে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। ভিডিও ক্লিপও দিয়েছেন পরীমণি। একটি ভিডিওতে পরীমণি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’
প্রাক্তন স্ত্রীর অসুস্থতায় অনন্য নজির এ আর রহমানের
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রহমান
বিনোদন
গেল বছরের শেষের দিকে অস্কারজয়ী সঙ্গীতকার এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘটে সায়রা বানুর। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগৎ। বিচ্ছেদের পর রহমানের সঙ্গে নাম জড়ায় তার টিমের বেসিস্টের। পরকীয়ার গুঞ্জন রটতেই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।
পথ আলাদা হওয়া মানেই একে অপরের নামে নিন্দা, কাদা ছোড়াছুড়ি বা মুখ দেখাদখি বন্ধ নয়, এমনটাই যেন আরও একবার প্রমাণ করলেন এই প্রাক্তন দম্পতি।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সায়রা। তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন তা সোশ্যাল মিডিয়ায় জানালেন তার আইনি পরামর্শদাতা বন্দনা শাহ।
সেখানেই উল্লেখ রয়েছে স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টিসহ সায়রার প্রাক্তন স্বামী এ আর রহমানের নাম, যারা কঠিন সময়ে তার পাশে ছিলেন।
প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রহমান
সায়রা রহমনের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও বলেছেন, 'লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। প্রত্যেকের ভালোবাসা-শুভকামনা পেয়ে একেবারে আপ্লুত।'
উল্লেখ্য, এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন সায়রা বানু। ২০২৪-এ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ আর রহমান ও সায়রা।