রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ধরে নিয়েছিলেন ভারত থেকে সিনেমা আমদানির পথ বুঝি বন্ধ হয়ে গেল। একদমই না। বরং মাঝে খানিক বিরতি শেষে ১ নভেম্বর থেকে এই উদ্যোগ জারি থাকছে।
জানা গেছে, এবার একই দিনে (১ নভেম্বর) বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বলিউডের সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। ভৌতিক ও কমেডি ধাঁচের এ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দিচ্ছে অভি কথাচিত্র।
বিজ্ঞাপন
ঢাকার এই সিনেমা পরিবেশক প্রধান জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ বাংলাদেশে আমদানি করছেন তিনি।
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার পোস্টার
পরিবেশকের ভাষ্যে, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। ভারত বাংলাদেশ অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি রফতানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।’
বিজ্ঞাপন
বলিউডের ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত-অভিনীত ছবি ‘রাত জাগা ফুল’। যাতে আরও অভিনয় করেছেন ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
‘রাত জাগা ফুল’ সিনেমার পোস্টার
শুধু ‘ভুল ভুলাইয়া ৩’ নয়, বলিউডের ব্যবসাসফল ছবি ‘স্ত্রী ২’ও বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে অচিরেই। এছাড়া বহুল প্রতিক্ষীত ‘পুষ্পা ২’ আসছে ডিসেম্বরে মুক্তি পাবে।
‘গোল্ডেন বিয়ার’ হাতে ‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার টিম
বিনোদন
প্রেম, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কার নিয়ে নরওয়েজিয়ান চলচ্চিত্র ‘ড্রিমস (সেক্স লাভ)’। গতকাল শনিবার রাতে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’ বা ‘স্বর্ণ ভালুক’ জিতেছে সিনেমাটি। মার্কিন পরিচালক টড হেইনসের নেতৃত্বে জুরিবোর্ড পরিচালক ড্যাগ জোহান হাউগেরুডের সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন।
১০ দিন ধরে চলা উৎসবের সমাপনী দিনে এটি ছাড়াও বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ভালুক’ পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর ‘দ্য ব্লু ট্রেইল’। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জুরি পুরস্কার জিতেছে।
‘ড্রিমস (সেক্স লাভ)’ সিনেমার পোস্টার
১৯৯০-এর দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
মেরি ব্রনস্টাইন পরিচালিত ‘ইফ আই হ্যাভ লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইর্নকে সেরা প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন।
রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।
সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়ে ব্রিটিশ তারকা টিলডা সুইনটন তার বক্তব্যে ফিলিস্তিনির ওপর অন্যায়ের প্রতিবাদ করেন
এ ছাড়া উৎসবে সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন।
১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের বার্লিনাল। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ১৯টি চলচ্চিত্র।
নায়ক আর নায়িকার প্রেমের মধ্যে অনেক নাটকেই হাজির হন এই অভিনেতা। বাবা মায়ের পছন্দে তার হাতেই মেয়েকে তুলে চায়। বলছি অভিনেতা আজিজুর রহমান আজাদের কথা। বর্তমান সময়ে নাটকের ‘সাইড নায়ক’ হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা।
নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি!
এ খবর নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।
অভিনেতা আজিজুর রহমান আজাদ । ছবি: ফেসবুক
তার এই পোস্টেও কমেন্টে অনেকেই ঘটনা সম্পর্কে জানতে চেয়েছেন। কেউ ভেবেছেন এটি নাটকের কোন দৃশ্য কি না। সেই সব মন্তব্যের জবাবে সাংবাদিক জাহিদুর রহমান বলেছেন, ‘না, ঘটনাটি বাস্তব। আজাদের নিজ বাড়িতেই তা ঘটেছে।’
আরেক জনের মন্তব্যে আরেকটু বিস্তারিত জানা যায়। উম্মে আইমান হোসেন নামের সেই নেটিজেন লিখেছেন, আজ ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্য একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে।
খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সে সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে ‘
মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। অভিনেতার জ্ঞান ফিরেছে বলেও খবর। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আজাদের জ্ঞান ফিরেছে। তিনি ভালোই আছেন। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।
অন্যরা ডাকছে না বলেই কি প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন বুবলী?
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
শবনম বুবলী । ছবি: ফেসবুক
বিনোদন
সুপারস্টার শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে নাম লেখান শবনম বুবলী। একজন সংবাদ পাঠিকা থেকে হয়ে যান চিত্রনায়িকা। সিনে ক্যারিয়ারের ৯ বছরের মাথায় নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। বুবলী নাম লেখালেন প্রযোজনায়। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন। এর ব্যানারে তৈরি হবে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য, মিউজিক ভিডিও। কার্যক্রম শুরু হবে নাটক দিয়ে। যেটি নির্মিত হবে আগামী কোরবানির ঈদকে কেন্দ্র করে। আর সিনেমার ঘোষণা আসবে আগামী বছর।
শবনম বুবলী । ছবি: ফেসবুক
অন্যরা ডাকছে না বলেই কি প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন বুবলী? না, বিষয়টি তেমন নয়। ঢালিউডের অবস্থা এখন ভালো নয়। বেশিরভাগ শিল্পীর হাতেই তেমন কাজ নেই। সেদিক থেকৈ বুবলীর অবস্থা বরং অনেকটাই ভালো। তার হাতে একাধিক সিনেমা রয়েছে। তাই অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসছে রোজার ঈদে একাধিক সিনেমায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটির ঘোষণা দেওয়া হয়েছে।
তবে কেন প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন, এ বিষয়ে বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউসের সিনেমায় অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা। এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মেধাবী ও অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন। আমি সব সময় মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। প্রযোজক হিসেবেও চাইব ভালো কাজ উপহার দিতে।’
শবনম বুবলী । ছবি: ফেসবুক
প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলীর। তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’
বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। এর জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
শবনম বুবলী । ছবি: ফেসবুক
চিত্রনায়িকা দিতির মেয়ের ওপর হামলা ইস্যুতে জানা গেলো নতুন তথ্য
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
প্রয়াত চিত্রনায়িকা দিতির সঙ্গে তার কন্যা লামিয়া চৌধুরী
বিনোদন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়দের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি ও চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। সেই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তাঁর গাড়িও ভাঙা হয়েছে।
তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তার দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার (প্রীতি) ওপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন। তার ৪ নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ৯ বছর আগে মারা গেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।
চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি
ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার লামিয়ার নানাবাড়িতে জমি নিয়ে বিচার-সালিস বসানো হয়। সালিসে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজন ছিলেন।
অপর দিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। সালিসের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। লামিয়ার ওপর হামলায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন।
জানতে চাইলে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, ‘আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না। মহিলারা মহিলারা এইটা করছে। আমিও গিয়েছি ঘটনার অনেক পরে। সেখানে গিয়ে শুনেছি, লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধর করেছেন।’
লামিয়া চৌধুরী
লামিয়ার মামি লায়লা লুৎফুন্নাহার বলেন, ‘আমার মৃত স্বামীর নামে ৩৮ শতাংশ জমি আছে। সেখানে আমি আমার দুই সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটি ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিস বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। এতে আমি আহত হই। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’
লায়লা লুৎফুন্নাহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা হয় লামিয়া চৌধুরীর সঙ্গে। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে জানান, তার মামির এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
প্রয়াত চিত্রনায়িক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির সঙ্গে দুই ছেলে মেয়ে
লামিয়া চৌধুরী বলেন, ‘আমি তো আমাদের জায়গার দখলই নিতে পারছি না, সেখানে অন্যের জমি দখল করতে কেন যাব! অদ্ভুত তো। আশ্চর্য। এটা কেমন মিথ্যাচার! আমার ছোট মামি শান্তিমতো থাকেন, তাকে কেউই ডিস্টার্ব করে না। আমার মামার মৃত্যুর পর কোথায় শোক প্রকাশ করবেন, তা না করে এই মামি সম্পত্তি নিয়েই উঠেপড়ে লেগেছেন। তিনি তার স্বামীর সম্পত্তি নিয়ে যা ইচ্ছা করুক, তাতে কোনো সমস্যা নেই; কিন্তু আমাকে, আমার পরিবারকে তো এভাবে সবার সামনে অসম্মান করতে পারেন না। লোকজন ডেকে এনে আমার ওপর হামলা করতে পারেন না। আমার গাড়ি ভাঙচুর করতে পারেন না। পা ভেঙে দিতে পারেন না। আমার গায়ে হাত তুলতে পারেন না। ভাড়াটে সন্ত্রাসীরা আমার গা থেকে ওড়না টেনে ফেলে দিয়েছে! আজকের ঘটনার অনেক ভিডিও ফুটেজ আছে, তাতে আমার সঙ্গে কী কী ঘটেছে, তার স্পষ্ট প্রমাণও আছে। আমার অন্য আত্মীয়স্বজনও সেখানে ছিলেন, সবাই দেখেছেন।’
প্রয়াত চিত্রনায়িকা দিতির সঙ্গে তার কন্যা লামিয়া চৌধুরী
কথা প্রসঙ্গে লামিয়া এ–ও বলেন, ঢাকা থেকে আমি আমার একজন খালাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আগেও বলেছি, আম্মুর মৃত্যুর পর সপ্তাহের প্রতি শুক্র অথবা শনিবার আমি সোনারগাঁয়ে যাই। সময় কাটাই আমার আত্মীয়স্বজনের সঙ্গে। খাওয়াদাওয়া করি। এরপর আবার ঢাকায় চলে আসি।’
লামিয়া বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁয় আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবলসহ সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।’
প্রয়াত চিত্রনায়িকা দিতির সঙ্গে তার দুেই ছেলে মেয়ে
কথা বলার সময় হাউমাউ করে কাঁদতে শুরু করেন লামিয়া চৌধুরী। কাঁদতে কাঁদতে লামিয়া বললেন, ‘আমার মা-বাবা মরে গেছে। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। আমি সবকিছু একাই হ্যান্ডল করতেছি। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কয়েক বছর ধরে আমার জীবনে এসব চলছে, বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।’
লামিয়া বলেন, ‘আমার মা-বাবা মারা গেছেন—এসব তো সবাই জানেন। এই সুযোগ তারা নিতে চায়। ভাবছে, আমি নারী। আমাকে ধমক বা হুমকি দিলে আমি ভয় পেয়ে যাব; কিন্তু না, এসব আমার ও আমার ভাইয়ের সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমার মা-বাবা দুজনে অনেক কষ্ট করে এসব সম্পত্তি করেছেন। সন্ত্রাসী হামলায় এসব তো ছাড় দেব না। আমাদের আত্মীয়স্বজন ওখানে থাকেন। আজ তো আমি দেখলাম, ঘরের মধ্যে লোকজন থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে!’
লামিয়া চৌধুরী
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার বিষয়ে কোনো পক্ষই পুলিশকে জানাননি। ফেসবুকের স্ট্যাটাস দেখে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সরেজমিনে গিয়ে জানা গেছে, জমিজমা নিয়ে লামিয়া এবং তার মামার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। আজ এ নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে একটি সালিস ছিল। সেই সালিসে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি এবং লামিয়ার গাড়ি ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার আগে কিংবা পরে এ বিষয়ে লামিয়া পুলিশকে কিছুই জানাননি। এ ঘটনায় অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।’]