বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা/ছবি: বার্তা২৪.কম

বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা/ছবি: বার্তা২৪.কম

ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও ফুটপাতের ছোঁয়া। নিউমার্কেট, গুলিস্তান কিংবা পল্টনের ফুটপাতের হকারদের মতই মেসার্স ফ্যাশন মেলা এবং মায়ের দোয়া ওড়না হাউজের দোকানের কর্মচারীরা ক্রেতাদের আকৃষ্ট করতে উচ্চস্বরে চিৎকার করছেন।

আর বলছেন, আসেন আপা আসেন, দেইখা লন ১০০, বাইছা লন ১০০, হিজাব লন, ওড়না লন ১০০, একদাম একদর।

বিজ্ঞাপন
বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা/ছবি: বার্তা২৪.কম

ঠিক একইভাবে ১৫০ টাকা দরে নামাজের হিজাব ও শাল বিক্রি হচ্ছে, মেয়েদের গাউন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। ছেলেদের শার্ট আর মেয়েদের বিভিন্ন ডিজাইনের ওয়ান পিস বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়াও দোকানগুলোতে বিভিন্ন রকম ছোট ও মাঝারি লেডিসদের ব্যাগ বিক্রি হচ্ছে একদাম ১৫০টাকা।

বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা/ছবি: বার্তা২৪.কম

মেলার ৫৮নম্বর স্টল মেসার্স ফ্যাশন মেলায় সুতিসহ অন্তত ১৫-২০ ধরনের হিজাব-ওড়না একদাম ১০০ টাকা করে ডেকে ডেকে বিক্রি করছে।

দোকানগুলো ছেলেদের নানা রংয়ের শার্ট বিক্রি করছে ২০০টাকায়। একই দামে বিক্রি করছে মেয়েদের কামিজ। তবে মেয়েদেরটিকে বলা হচ্ছে ওয়ান পিস।

বিজ্ঞাপন
বাণিজ্য মেলায়ও ফুটপাতের দামে বেচা-কেনা/ছবি: বার্তা২৪.কম

দোকানে বিভিন্ন রকম ছোট ও মাঝারি লেডিসদের ব্যাগ বিক্রির হচ্ছে একদাম ১৫০ টাকায়।

দোকানের কর্মকর্তা মোহাম্মদ আজিজুল বলেন, আমরা কম দামে ভালো কাপড় বিক্রি করছি। তাই আমাদের বিক্রিও ভালো হচ্ছে। মায়ের সাথে মেলায় আসা রোহানা রুহি বার্তা২৪.কম-কে বলেন, দাম কম পেয়েছি তাই দুটি গাউন কিনেছি। আমার খুব ভালো লাগছে।