এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার চিন্তা করছে সরকার!

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ) ডক্টর আনিসুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশের পক্ষ থেকে পিছিয়ে দেওয়া সুযোগ আছে কি না? এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা আবেদন করতেই পারি, তারা বিবেচনা করবে। যোগ্যতা অর্জনের সূচকগুলো নিয়ে সন্দেহ আছে, এবিষয়ে একটি কমিটি হয়েছে। তারা পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা এর আগে কখনও হয়নি। ইন্দোনেশিয়াসহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশের অবস্থা এখন তা থেকেও নিচে। অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ ব্যাংকিং খাত ঠিক করাকে অগ্রাধিকার ধরে কাজ শুরু করতে চাই। অর্থ মন্ত্রণালয়ের কাজ অনেক ব্যাপ্তি , সেজন্যই আমার উপদেষ্টার সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেটা আমি পরিপূর্ণভাবে কাজে লাগাবো।

বিজ্ঞাপন