কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
-
-
|

ছবি: প্রতীকী
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হায়দার আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়ির পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মৃত হায়দার আলী কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যান পাড়া গ্রামের মৃত মাহাম মামুদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে পুকুরে বৈদ্যুতিক বাতি জালিয়ে রাখা হয়। সকালে ভুলবশত সেই বৈদ্যুতিক লাইনের সংযোগ না খুলেই পানিতে নেমে পড়েন হায়দার আলী। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।