কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাতেন (৭৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজারহাট-উলিপুর সড়কের তালতলা স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আব্দুল বাতেন রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের দুর্লভকুটি গ্রামের মৃত সমেস ব্যাপারীর ছেলে এবং রাজারহাট উপজেলার সিংগারডাবরি হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে আব্দুল বাতেন মোটরসাইকেল যোগে উলিপুর যাচ্ছিলেন। পথে তালতলা স্কুলের সামনে একটি পাট বোঝাই অটোর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞাপন

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।