দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
-
-
|

ছবি: প্রতীকী।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর মধ্য বেতছড়ি গোরস্তানপাড়া এলাকা থেকে মো. রবি (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে একটি গাছের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
রবি গোরস্তানপাড়া এলাকার মৃত আ. কাদেরের ছেলে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।