বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু
-
-
|

ছবি: প্রতীকী
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে সৌরভী আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সৌরভী আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরমসান্দ গ্রামের কামরুল ইসলামের মেয়ে। সৌরভী শ্রীপুরের একটি বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। কামরুল ইসলাম শ্রীপুরে অটোরিকশা চালান এবং ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের আব্দুস ছালামের বাড়ির মিটার থেকে তাসলিমা আক্তারের বাড়িতে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যুতের লাইন নেয়া হয়। আজ খেলতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সৌরভী। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।