যমুনায় নৌকা ডুবি: নিখোঁজ ৫ জনের একজনের লাশ উদ্ধার
-
-
|

যমুনাতে নৌকাডুবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
জামালপুরে দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নিখোঁজের তালিকায় থাকা রেজিয়া নামক এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। যমুনা নদীতে বাতাস ও ঢেউ থাকায় তৃতীয়দিনের মতো ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের সন্ধানে সিরাজগঞ্জের কাছে পাতিল দহ চর থেকে রেজিয়া (৫০) নামের একজনের লাশ উদ্ধার করেছে বলে উদ্ধার কাজে থাকা স্থানীয় মেম্বার কালাম নিশ্চিত করেছেন।
চুকাইবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম জানিয়েছেন, যমুনা নদীতে আজকেও প্রচুর বাতাস ও ঢেউ থাকায় উদ্ধার তৎপরতা বন্ধ আছে।
এদিকে দেওয়ানগঞ্জ উপজেলা নৌ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নব্বইয়ের চরে নিখোঁজের তালিকায় থাকা নয়ন নামের আরও একজনের সন্ধান পাওয়া গেছে এমন তথ্য জানিয়েছে স্বজনরা।
বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফুটানি বাজার ঘাট থেকে ছেড়ে যমুনার নদীর চর হলকা হাওড়াবাড়ি এলাকায় যাওয়ার পথে টিনের চরের মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত একজন মৃত ও ২৪ জনকে জীবিত উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট ২৫ জন উদ্ধার হয়েছে। নৌকাটিতে মাঝি সহ ৩০ জন যাত্রী ছিল।
উপজেলা প্রশাসনের তালিকা অনুযায়ী নিখোঁজরা হলেন- মো. শহিদ শিকদার, কাঞ্চন মালা, রেজিয়া, নয়ন, দুলাল ও মোছা. আকন।