জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
-
-
|

জয়পুরহাট শহরের ডাকবাংলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
জয়পুরহাট শহরের ডাকবাংলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২১ জুন) সকালে শহরের ডাকবাংলা এলাকায় রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।