বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু
-
-
|

প্রতীকী
বাগেরহাটের ফকিরহাটে সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। কাটা সুপারি গাছ বিদ্যুৎতের তারের উপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
বাগেরহাটের ফকিরহাট থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ শেখ জানান, ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের রহমত উল্লাহ (৬৫) ও সুবোধ দাস (৫০) বুধবার দুপুরে বাড়ির সামনের রাস্তার পাশে একটি সুপারি গাছ কাটছিল। কাটা গাছটি বিদ্যুৎতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
নিহত রহমত বেতাগা গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ও সুবোধ একই গ্রামের দিজেবর দাসের ছেলে।