বাগেরহাটে বাস খাদে পড়ে নিহত ৬
-
-
|

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। ছবি: বার্তা২৪.কম
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (১৮) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে বাগেরহাটের ফকিরহাট থেকে খুলনার উদ্দেশে একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। পথে ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের ৬ যাত্রী নিহত হয়। আহত হয় আরও ১৫ জন।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু জাহিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।