দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ মাইজভাণ্ডারী হক কমিটির
-
-
|

গরিব দুস্থদের মাঝে ইফতার বিতরণ চলছে, ছবি: সংগৃহীত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া পাইন্দং শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে গরিব দুস্থদের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে অত্র কমিটির সভাপতি সায়েম উদ্দিন চৌধুরী টিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাষ্ট দারিদ্র বিমোচন প্রকল্প যাকাত তহবিল এর সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিকেএমইএ'র সিনিয়র যুগ্ম-সচিব মোঃ আলতাফ উদ্দিন মুবিন।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল হক ও পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে ১শ গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।