মাথার খুলিবিহীন শিশুর জন্ম
-
-
|

মাথার খুলিবিহীন শিশুর জন্ম। ছবি: বার্তা২৪.কম
শেরপুরে মাথার খুলিবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়।
নবজাতক শিশুটি শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মাওলানা রইছ উদ্দিন ও হাফেজা বেগম দম্পতির।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুটির আত্মীয় নুরুল ইসলাম জানান, বুধবার দুপুরে শহরের নারায়ণপুরস্থ আল-মদিনা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাথার খুলিবিহীন শিশুটির জন্ম হয়।
জানা গেছে, শিশুটির বাবা রইছ উদ্দিন অনেক দরিদ্র। তিনি বর্তমানে এলাকার একটি মসজিদে ইমামতি করেন। কন্যা শিশুটির সুচিকিৎসা করানোর মতো আর্থিক অবস্থা তার নেই। শিশুটি যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে সেজন্য সমাজের বিত্তশালীদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।