নড়াইলের ৩ উপজেলার নির্বাচিতদের শপথ বৃহস্পতিবার
-
-
|

নড়াইলের ৩ উপজেলার নবনির্বাচিতদের শপথ বৃহস্পতিবার । ছবি: সংগৃহীত
নড়াইলের তিন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের (পুরুষ ও নারী) শপথ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ওইদিন বেলা ১১টায় এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করাবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া।
জানা গেছে, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন খান নিলু (নৌকা), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) তোফায়েল মাহমুদ তুফান (টিয়াপাখি), ভাইস চেয়ারম্যান (নারী) ইসমত আরা (হাঁস) জয়ী হন।
কালিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষ্ণপদ ঘোষ (নৌকা), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) মো. ইব্রাহিম (চশমা), ভাইস চেয়ারম্যান (নারী) সোহেলী পারভীর নিরি (কলস) জয়ী হন।
লোহাগড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী শিকদার আব্দুল হান্নান রুনু (আনারস), ভাইস চেয়ারম্যান (পুরুষ) বিএম কামাল হোসেন (বৈদ্যুতিক বাল্ব) এবং ভাইস-চেয়ারম্যান (নারী) ফরহানা ইতি (কলস) জয়ী হন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ তৃতীয়ধাপে এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।