মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
-
-
|

মংলা বন্দরে সতর্কতা, ছবি: সংগৃহীত
ভারী বজ্র, ঝড়ো বাতাস ও বৃষ্টি বৃদ্ধির কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।
এর প্রভাবে মঙ্গলবারও বন্দর এলাকাসহ উপকূলীয় এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। ঢাকা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, উপকূলীয় এলাকাসহ সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বজ্র মেঘ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত ২৬টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে বন্ধ রয়েছে সার ও ক্লিংকারবাহী জাহাজের পণ্য ওঠা-নামা ও পরিবহণের কাজ। মঙ্গলবার বন্দরে ক্লিংকার, জিপসাম, পাথর, সার ও মেশিনারি পণ্যসহ ২৬টি জাহাজের অবস্থান রয়েছে।