সুন্দরবনে অগ্নিকাণ্ড ঠেকাতে সর্তক থাকার নির্দেশ
-
-
|

সুন্দরবনের পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান উপমন্ত্রী হাবিবুন নাহার / ছবি: বার্তা২৪
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা রোধ ও অগ্নিকাণ্ড ঠেকাতে বন বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
তিনি বলেছেন, ‘সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ সকল ধরনের অপতৎপরতা রোধে বন বিভাগসহ স্থানীয় প্রশাসনকে অবশ্যই কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়া চলতি শুষ্ক মৌসুমে যাতে বিগত সময়ের মতো সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, সেজন্য বনবিভাগকে সর্তক থাকাতে হবে।’
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের চাদপাই রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। চাদপাই সহ-ব্যবস্থাপনা সংগঠন এ সভার আয়োজন করে।
এর আগে দুপুরে সুন্দরবনের ইকোট্যুরিজম ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে করমজল এবং হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
এ সময় তার সঙ্গে ছিলেন- বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের ডিএফও মো. মাহমুদুল হাসান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন কবির এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার চৌধুরী।
উপমন্ত্রীর পর্যটন কেন্দ্র পরিদর্শনের বিষয়ে বন বিভাগের ডিএফও মাহমুদুল হাসান বলেন, ‘ইকোট্যুরিজম সম্প্রসারণ ও উন্নয়ন বিষয়ক ২৫ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে। এ জন্য উপমন্ত্রী হাবিবুন নাহারকে পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা ঘুরিয়ে দেখিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের আওতায় করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, কলাগাছিয়া কেন্দ্রের উন্নয়ন ও পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক, আলীবান্ধা এবং পশ্চিম সুন্দরবনের কালাবগী ও শেখের টেকে নতুন পর্যটন স্পট করা হবে।’