পতাকা বিক্রেতা জয়নালের দুর্দিন…
-
-
|

পতাকা হাতে জয়নাল, ছবি: বার্তা২৪
জয়নাল আবেদীন, পেশায় একজন চায়ের দোকানি। খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে তার একটি চায়ের দোকান আছে। কিন্তু বেশি মুনাফার আশায় প্রতি বছর ২১ ফেব্রুয়ারির তিনদিন আগে তিনি শুরু করেন ভিন্ন পেশা।
মৌসুমি এ পেশা হিসেবে তিনি খুলনাসহ আশপাশের জেলায় পথে পথে ঘুরে বিক্রি করেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ খচিত পতাকা, মাথা ও হাতে বাঁধা ব্যাজ।
বুধবার (২০ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মংলা পোর্ট পৌরসভার শেখ আ: হাই সড়কে তার সাথে কথা হয়।
এ সময় জয়নাল বার্তা২৪.কম’কে বলেন, 'গত বছর বিক্রি হয়েছিল সাড়ে ১১ হাজার টাকা। আর এবার গত দুইদিনে বিক্রি হয়েছে মাত্র ৫০০ টাকা।'