‘টার্ন ইউর স্ট্রেস ইনটু স্ট্রেনথ’ ওয়ার্কশপ ২০ মার্চ
-
-
|

‘টার্ন ইউর স্ট্রেস ইনটু স্ট্রেনথ’ লার্নিং ইভেন্ট ২০ মার্চ
বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির উদ্যোগে ‘টার্ন ইউর স্ট্রেস ইনটু স্ট্রেনথ’ শীর্ষক লার্নিং ইভেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ২০ মার্চ (শুক্রবার) সকাল ৯টা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।
সেশনটিতে স্ট্রেস ম্যানেজমেন্ট এবং স্ট্রেসকে শক্তিতে রুপান্তরের টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে আলোচনা করবেন মাইন্ড ওয়ার্কসের কান্ট্রি চিফ অ্যান্ড চিফ কনসালটেন্ট নাজিউর রহমান।
লার্নিং সেশনে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১৫ মার্চের মধ্যে অনলাইনে এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
‘টার্ন ইউর স্ট্রেস ইনটু স্ট্রেনথ’ শীর্ষক লার্নিং ইভেন্টে স্ট্র্যাটেজিক পার্টনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম।